মিনি কক্সবাজারে রূপ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ধরন্তি হাওর
প্রাকৃতিক সৌন্দর্যের একরাশ জলাভূমির কারণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধরন্তি হাওর এখন মিনি কক্সবাজার রূপ নিয়েছে। প্রতিদিন বিকেলে নৈসর্গিক এই সৌন্দর্য উপভোগে হাওয়ের উপর দিয়ে বয়ে চলা সরাইল-নাসিরনগর সড়কের দু’পাশে ভিড় করেছ হাজারো বিনোদন পিপাসু মানুষ।
ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে সরাইল উপজেলার ধরন্তির হাওর। এই হাওরে সমুদ্রের বেলা ভূমি না থাকলেও সরাইল-নাসিরনগর সড়কের দুই প্রান্তে নেমে পর্যটকরা সেই বেলা ভূমির স্বাদ গ্রহণ করছেন।
অনেকের মাঝে এখনো ঈদের আনন্দের রেশ কাটেনি। তাই শাপলা বিলের দিগন্ত জোড়া থৈ থৈ পানি আর মেঘের লুকোচুরি খেলায় বর্ষায় বিকেলটা যেন আরো মোহময় হয়ে উঠে ভ্রমণ প্রিয় এই মানুষগুলোর মনে।
দর্শনীয় স্থানটিকে ঘিরে হাউজ নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা।
স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা জানালেন, ধরন্তির হাওরে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে, জাতীয় সংসদে একাধিকবার বিষয়টি উত্থাপন করেছেন।
দিগন্ত জোরা এই হাওরের পশ্চিম প্রান্তে মেঘনা আর পূর্বপ্রান্তে তিতাস নদসহ অসংখ্য ছোট খাল, বিল ও জলাশয় রয়েছে। প্রতি বছর বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত থৈথৈ পানি থাকে এ হাওরে।
MHB
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন