বাংলাদেশ বর্ডার গার্ড যা করতে পারেনি, ব্রাহ্মণবাড়িয়ার জনগণ তা পেরেছে
যা বাংলাদেশ বর্ডার গার্ড করতে পারেনি, তা করে দেখালেন আমাদের বি,বাড়িয়া জেলার কিছু সাহসিক জনতা। কয়েকদিন আগে ভারতের বিএসএফ অন্যায়ভাবে এক বাংলাদেশীকে ধরে নিতে আসছিল। তখন আখাউড়ার কিছু সাধারণ জনগন মিলে দাউ, বল্লম, ছুরি, ও লাঠি দিয়ে বিএসএফ এর দলকে এলাকা ছাড়া করে। সাবাস বাংলার বীর ব্রাহ্মণবাড়িয়ার জনতা। তোমাদের প্রতি রইল হাজার স্যালুট। আসলে তোমরা হলে জাতীয় বীর। যারা বিএসএফের বন্দুকের গুলিকে ভয় পায়না।,,,,,,?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন