বুধবার, ২৭ জুলাই, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনে টিকেট কালোবাজারি বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত:-

ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশনে টিকেট কালোবাজারি বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত:-

ব্রাহ্মণবাড়ীয়া রেল ষ্টেশনে টিকেট কালোবাজারি বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত

beautifulbrahmanbaria.blogspot.com

আমিরজাদাচৌধুরী : ব্রাহ্মণবাড়ীয়া রেলওয় টিকেট কালোবাজারি যেন খাতা পএে বৈধ করে করে ফেলেছে কিছু অসাধু রেলওয়ের কর্মচারী।  কর্মচারি দের সহযোগিতায় অনেকটা খোলামেলা ভাবেই দীর্ঘদিন ধরে টিকেট কালোবাজারী কয়েকটি সিন্ডিগেট বেশ দাপটের সাথে ষ্টেশন এলাকায় প্রকার্শে টিকেট বিক্রি করছেন।
বিভিন্ন সময়ে টিকেট কালোবাজারি দের বিরুদ্ধে আইন শৃংখলা বাহিনী অভিযান  হয়েছে। গ্রেফতার ও করা হয়েছে বিভিন্ন টিকেট কালোবাজারিকে। কিন্তুু আদালত থেকে আইনের ফাক ঝোকরে বেড়িয়ে এসে  তারা আবার তাদের পুরানো পেশায় ফিরে আসে। কেননা ৬০ টাকার টিকেট বিক্রি করা হয় ১৫০ টাকায় আর ১৩৫ টাকার টিকেট বিক্রি করা হয় ২৫০/৩০০ টাকায়। অত্যন্ত লাভ জনক ব্যবসা হওয়ায় তারা আবার সে পুরানো পেশায় ফিরছে খুব সহজেই।
কথা হয় রেলষ্টেশনের এলাকায় পান দোকানির সাথে, সে বলেন রেলওয়ে অসাধু কর্মচারী দের সহযোগিতায় ব্রাহ্মণবাড়ীয়া রেলষ্টেশনে টিকেট কালোবাজারি খুব সহজেই টিকেট কাউন্টার থেকে সমস্ত ট্রেনের শত শত টিকেট পাচ্ছে। আর এই কাজের সহযোগিতা করা জন্য টিকেট কালোবাজারি কাছ তারা পাচ্ছেন সরকারি নির্ধারন কৃত দামের চেয়ে প্রতি টিকেটে ১৫/২০ টাকা বেশী। প্রতিদিন গড়ে ৫০০/৭০০ টিকেট কালোবাজারি কাছে চলে যাচ্ছে এই অসাধু পন্তায়। সে সুযোগে ব্রাহ্মণবাড়ীয়া রেলওয়ে অসাধু কর্মচারীরা হাতিয়ে নিচ্ছে প্রতিদিন গড়ে হাজার হাজার টাকা। আর টিকেট কালোবাজারি অসাধু পন্তায় স

1 টি মন্তব্য: