শনিবার, ৩০ জুলাই, ২০১৬

লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত:

লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত:

:-লাউর ফতেহপুর খেলার মাঠে লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৯/৭) বিকেল ৪ টা ১০ মিনিটে শুরু হওয়া এ খেলায়  পীর কাশিমপুর একাদশ বনাম উত্তর দাররা একাদশ অংশ নেয়। ৯০ মিনিটের এ খেলায় পীর কাশিমপুর একাদশ ০২ গোলে উত্তর দাররা একাদশ দলকে পরাজিত করে।

খেলায় উপস্থিত ছিলেন, উক্ত টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক রুপালী ব্যাংকের পরিচালক ব্যারিস্টার জাকির আহাম্মদ।  এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী মামুনুর রশিদ, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, মুরাদনগর উপজেলার সাবেক চেয়ারম্যান পীরজাদা জহিরুল আলম চিশতি , যুবলীগের কেন্দ্রীয় নিবাহী সদস্য আলামিনুল হক, ভিপি হাসান সারোয়ার, উপজেলা বিএনপি  সহ সভাপতি ফুরকানুল ইসলাম , স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহাম্মদ সহ খেলা পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ হুসেন ও সাধারণ সম্পাদক শেখ সামসুদ্দোহা।

জাতীয় পাটি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামের সন্তান কাজি মামুনুর রশিদ খেলা উপভোগ করতে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে মাঠে আসেন।

বহুল আলোচিত এ টুর্নামেন্টের উদ্ভোধনী খেলা  ঈদের পরদিন থেকে শুরু  হয়ে আজকের খেলার মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটাল । ফাইনাল খেলায় আনুমানিক অর্ধ লক্ষাধিক লোকের সমাগম হয়েছে বলে স্থানীয় একাদিক সুত্র ধারনা করছে। বিপুল সংখ্যক দর্শক মাঠের চারপাশে জায়গা না পেয়ে বিভিন্ন বাড়ির ছাদে, শিক্ষা প্রতিষ্ঠান ভবনের ছাদে, গাছে চড়ে খেলা উপভোগ করেন। এছাড়া খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক স্থানীয় ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ ভবনে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন