ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাসলাইন অপসারণ
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০০ ফুট অবৈধ গ্যাসলাইন অপসারণ করেছেন। এ সময় অবৈধ গ্যাস সংযোগ দেয়ার চেষ্টার অভিযোগে আজাদ মিয়া (২৬) নামে এক গ্রাহককে এক হাজার জরিমানা করা হয়েছে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মালিহাতা গ্রামে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মুসার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মুসা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার মালিহাতা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ২০০ ফুট অবৈধ গ্যাসলাইন অপসারণ করা হয়েছে।এছাড়া আজাদ মিয়া নামে এক গ্রাহককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
mhb♥♦©।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন