শুক্রবার, ২৯ জুলাই, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার বেশ কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা!


ব্রাহ্মণবাড়িয়ার বেশ কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা!
brahmnbaria:-
বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী রিপন কর্মকার এ তথ্য জানান।
নতুন করে চাঁদপুর, নাটোর, সিলেট, শেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বেশ কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে বলেও আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
তিনি বলেন, ‘বৃষ্টির পানি ব্রহ্মপুত্র হয়ে বঙ্গোপসাগরে যায়। আবার ইন্ডিয়ান ওয়েব সাইটগুলোতে দেখতে পাচ্ছি পানি বৃদ্ধি পাবে। আর তাই ধরনা করা হচ্ছে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরো কিছুটা অবনতি হতে পারে।’

1 টি মন্তব্য: