আশরাফুলকে মাঠে ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাঠে দেখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আশরাফুলকে মাঠে ফেরাতে নতুন উদ্যোগ নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। আর কয়েকদিনের মধ্যেই মাঠে ফেরার কথা আশরাফুলের।
তবে তাকে জাতীয় দল ও বিপিএলের মত আসরে খেলার জন্য নাকি আরও দুই বছর অপেক্ষা করতে হবে। আইসিসির এক মুখপাত্র জানায় এই বিষয়টি। কিন্তু নড়েচড়ে বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবি আশরাফুলকে মাঠে ফেরাতে আইসিসিতে যাবে। আবেদন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আমরা আইসিসির কাছে একটি চিঠি পাঠাবো। আইসিসি এর জবাবে কি বলে সেটা দেখবো। আশরাফুলকে দ্রুত মাঠে ফেরানোর চিন্তাই আমরা করছি।
এছাড়া বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী বলেন, আশরাফুলের শাস্তির কয়েকটা ধাপ আছে, কিছু টার্মস এন্ড কন্ডিশনও আছে। সেই হিসেবে প্রথমেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন না।MHB,
তিনি বলেন, বিপিএলের কিছু নিয়ম আছে। যে কারণে এখনই তিনি এ আসরে খেলতে পারবেন না। শাস্তির মেয়াদ পুরাপুরি শেষ হলেই তিনি সব ফরমেটে সব ধরনের ক্রিকেটে খেলতে পারবেন
good
উত্তরমুছুন